অনৈতিক ধেয়ে এসে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অনৈতিক ধেয়ে এসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৫-২০২৪ ইং
*********************
ওরে আজই শুরু কর, ওরে আজই উঠা ডাক,
শব্দে শব্দে বাক্যে বাক্যে নৈতিকশিক্ষা থাক।

অন্তরে উঠাও জেগে শুভ্র আলোর উৎসবে,
দিবাকরে কিরণ হবে রাত্রির পূর্ণি না ভেবে।
পরিবারে কৃষ্ণের দোলা, শুভ্র থাকে দূরে,
জাতির বুকে আঁধার নামে প্রখর রৌদ্দুরে।

অনৈতিক ধেয়ে এসে ভাঙছে মায়ের বল,
ঠিক যেন সন্ধ্যা রেখা লুটায় কিরণ দল।
ওহে পিতা- ওহে মাতা নৈতিক শিক্ষা দাও,
সন্তান যদি আচল তলে শীতল দেখতে চাও।

অনৈতিক আগুন এখন মানব জাতির ভয় !
নৈতিক শিক্ষা না দিলে কেমনে হবে জয় ?
---------------------------------------


২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।