গাও গেরামের পোলা-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

গাও গেরামের পোলা আমি সাধারণ জীবন কাটাই,
অল্পতেই সুখ হাসি-খুশি সুর তুলে সব গান গেয়ে যাই।।
দু’বেলা দু’সাদা ভাতে সাথে ডাল আর মাছ,
কাটছে জীবন মিলেমিশে সুখেই বারোমাস ।।

সকাল বিকেল মাঠে থাকি ক্ষেতের আইলে বাজাই বাঁশি,
সুখে দুখে পাশাপাশি একসাথে সব কাঁদি হাসি।
সুখেই কাটে জীবন মোদের গ্রামে করে বসবাস। ঐ

সন্ধ্যা হলেই আড্ডা জমে গায়ের মোড়ে বিশ্ব দেখে,
কেটে যায় আঁধার রাতি চাঁদের আলো গায়ে মেখে।
যতোই সুযোগ থাকুক শহুরে মন হয় যে পরবাস । ঐ

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭

ছন্দ: স্বরবৃত্ত


২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।