চলে গেলে দূরে-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
জীবন বাতি নিভিয়ে তুমি চলে গেছো দূরে
একা-একা কাঁদি আমি বেদনার সেই সুরে ।
তুমি-আমি কাছা-কাছি থাকো যদি রাজি,
হাতে তোমার হাতটি রেখে ধরতে জীবন বাজি।।
তোমার জন্য সাজাই বাসর এসো সখি ফিরে ।। ঐ
কি সুখেরই আশায় তুমি করলে আমায় পর,
মিথ্যে মোহ মরীচিকায় বাঁধলে তুমি ঘর।।
আমার আশা ভালোবাসা ছিলো সব তোমায় ঘিরে।। ঐ
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৩ শ্রাবণ ১৪২৪, ১৮ জুলাই ২০১৭
ছন্দ: স্বরবৃত্ত
২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।