ভালবাসার ফুল ফোটায়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভালবাসার ফুল ফোটায়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ৩০-০৫-২০২৪ ইং
*********************
ধেয়ে আসছে আসনি সংকেত অমঙ্গল,
সুখ স্বর্গে পরকিয়া দিচ্ছে হানা দলবল।
ওরা গোপনে মিটায় যৌবন সুধা চৌধার,
কত অশ্রুস্রোতে বুক ভাসে এই সংসার।
পরকিয়ায় ঝরে যায় কত রত্ন অলংকার,
সুখ স্বর্গে ধেয়ে আসে বিষম হাহাকার।
স্বপ্নের পুস্পেরা খসে পড়ে শত শত,
অগ্নি শিখার কুঞ্জবনে মঞ্জরীর মতো।
ওহে পরকিয়ায় ভেঙ্গো না প্রেমের সেতু,
নিলর্জ্জেরছলে তুলিয়ো না বিপ্লবের কেতু।
ওহে গৃহমাঝে-সুখ স্বর্গের তরঙ্গ নাহি আজি,
নিষিদ্ধ আলপনা আঁকিছে অঙ্গে অঙ্গে সাজি।
ওহে ফিরে এসো হৃদয় করি উন্মোচন,
ভালবাসার ফুল ফোটায়ে আপনার কানন।
-------------------------------------
৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।