স্বপ্ন ছুঁয়া হিসাব
- আলমগীর সরকার লিটন

এমন ছোঁয়া স্বপ্নও আসেনি
রাত গুলো ক্ষীণ ভারী শীতল-
কখন ভোর খানিকটা আলো
এই বুঝি আবার শুরু রুদ্র ছুঁয়া;
উষ্ণ কাতর- নির্ঘুম বালিশ চাই
শুধু বালিশ,অসুখ চাদরটাও ভেজা
হাল খাতার হিসাবটাও মরীচিকা-
কোথায় যোগ, বিয়োগ এমনকি
গুণ ভাগ- তাও মধু ভুলা কলম
মিলবে না আর স্বপ্ন ছোঁয়া হিসাব।
৩০-৫-২৪


৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-০৫-২০২৪ ১৮:৩৯ মিঃ

চমৎকার প্রকাশ অসাধারণ লিখেছেন

আলমগীর সরকার লিটন
০২-০৬-২০২৪ ১০:২৮ মিঃ

শুভ কামনা জানাই
কবি মহী দা
ভাল সুস্থ থাকবেন