দূর প্রবাসী-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
প্রবাস জীবন দুঃখে ভরা বলবো আমি কারে?
একটু সুখের আশায় এলাম সাত সাগরের পাড়ে।।
“গড়তে সুখের সুন্দর জীবন বাঁধতে প্রেমের ঘর,
শতো কষ্টে হাসি মুখে আপন করে পর”।।
ভাগ্য আমায় করছে পরবাসী ।।
ভাগ্য আমায় করছে পরবাসী খবর নেয় না তো কেউ।
রোদ গরমে সস্তা দামে শ্রম বেচি আর রক্ত-ঘামে,
গরীব দেশের কর্মজীবি, নই তো আমি কোন দামে।।
দেয় না তো কেউ আদর সোহাগ ।।
দেয় না তো কেউ আদর সোহাগ মায়ের মতো কেউ।
দূর প্রবাসে একা-একাই কষ্টে কাটে দিন,
ফিরবো কবে মায়ের কোলে শোধ করে সব ঋণ।।
একেলা কাঁদে মা জননী ।।
মানিক আমার কেমন আছে বলনা তোরা কেউ।।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭
ছন্দ: স্বরবৃত্ত
৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।