কাঁদিস কিসের লোভে - গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
ও মন কাঁদিস রে তুই কিসের লোভে,
কোন মোহেতে থাকিস রে তুই ডুবে।।
খোঁজে-খোঁজে তোরে আমি হচ্ছি পাগল প্রায়,
ও তোর জন্য আমার সময় কেঁদে-কেঁদে যায়।।
সকাল খারাপ বিকেল ভালো তোর মতলব বুঝা দায়,
সন্ধ্যা-রাতে আকাশ পাতে দেখে তোর মন কি চায়।।
ও মন তোর পাগল এই মন কোন বনে তে হারায়।।
সাদা-কালো কোন রঙ্গেতে বলনা তোরে সাজাই,
কোন সুরে মন ভোলে তোর বল সে গান বাজাই।।
ও মন তোরে এই হারিয়ে ফের এই খোঁজে পায়।।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭
ছন্দ: স্বরবৃত্ত
৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।