মরে গেলে কও ভালা - গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
জিন্দা থাকতে নিন্দা করো মরে গেলে কও ভালা,
মানুষ তোমার উপর সাদা ভিতরটা যে কালা।।
এক পলকে হবে যে পর পাশে যারা দিবানিশি,
চার কাঁধে সব করবে বিদায় স্বজন প্রতিবেশী।।
কে কি পাবে এই সব নিয়েই চলবে যে ফয়সালা।
মানুষ তোমার উপর সাদা ভিতরটা যে কালা।।ঐ
জানাজাতে উচ্চারিত লোকটি কেমন ছিলো?
সমস্বরে বলবে সবাই খুবই ভালো ছিলো।।
পুষ্প তাজা মরা লাশে হাজার ফুলের মালা।
মানুষ তোমার উপর সাদা ভিতরটা যে কালা।।ঐ
যার ছিলো সব শূন্য এখন যাওয়ার বেলায় খালি হাত,
রেখে যাওয়া সম্পদের ই করতে যে ভাগ হবেই সংঘাত।।
রাখবে মনে কয় দিনই আর? ভুলে যাওয়ার পালা।
মানুষ তোমার উপর সাদা ভিতরটা যে কালা।।ঐ
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৪ বৈশাখ ১৪৩১, ১৮ মে ২০২৪
ছন্দ: স্বরবৃত্ত
৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।