কাঁড়লে যে মন-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

মিষ্টি কথার দৃষ্টি দিয়েই কাঁড়লে আমার মন,
সৃষ্টি সুখের উল্লাসে মোর হলে যে আপন।।

এই দেখা দাও এই যে হারাও কোন দূরে বসবাস?
যতোই দূরে থাকো তুমি থাকবে আমার বিশ্বাস।।
তুমি ছাড়া আর কিছু নেই তুমিই সুখের ভুবন।।ঐ

আপন ভাবো আবার পর যে করো বিনা কারণে,
সুখের নামে দুঃখ যে দাও কান্না হাজার বারণে।।
এক তোমাতে ডুবে তোমায় নিয়েই জীবন-যাপন ।।ঐ

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১১ শ্রাবণ ১৪২৪, ২৬ জুলাই ২০১৭

ছন্দ: স্বরবৃত্ত


৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।