আখেরাত-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

এই জীবন রাখলে ধরে খাঁচায় ভরে যায়না বেঁধে রাখা,
সময় হলে যাবে চলে আগে পরে হবেনা আর থাকা।।

একেলা এসে একেলা যাবে সঙ্গে থাকবেনা তো কেউ,
রাজা-প্রজা ধনী-গরীব আসা-যাওয়ায় নিঃস্ব সেও।।
হঠাৎ যখন ডাক দিবে রব বলবে জীবন হয়নি দেখা।।ঐ

কেমন ছিলো গত জীবন জিজ্ঞাসিবে রাব্বুল যখন,
আমল-নামা ডান-বাঁ হাতে পাপ-পুণ্যের হিসেব তখন।
চাইবে আবার পৃথিবী দিন সাজাতে সেই জীবন রেখা।।ঐ

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১২ শ্রাবণ ১৪২৪, ২৭ জুলাই ২০১৭

ছন্দ: স্বরবৃত্ত


৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।