মস্ত বড় কর্তা সে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মস্ত বড় কর্তা সে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
বেতনভোগী,বাড়ী গাড়ী অঢেল সম্পদ ভরা,
মস্ত বড় কর্তা সে অফিস- আদালত পাড়া।

ফাইলে ফাইলে দুই চোখ তার বেজায় ওঠে চটে,
তাইনা দেখে ক্ষমতার কলম ঢেউ খেলিয়ে ওঠে।
মস্ত বড় কর্তা সে কোট টাই পড়ে আসে,
সুদ ঘুষে লুটে পুটে দেশের সম্পদ গ্রাসে।

তার ত্রাসে দেশের জন মরিতেছে পথে,
তবুও সে উর্ধ্ব শিরে শাসক গোষ্ঠীর সাথে।
বেতনভোগী কর্তা সে প্রজাতন্ত্রের চাকর,
এত সম্পদ পায় কোথায় অবসরের পর?

রাজকন্যা -যুবরাজ- মহারাজা- মহারাণী,
মস্ত বড় কর্তা সে ছেলে- মেয়ে- বৌ- ধনী!
দেশ- বিদেশে তার যে আছে কত টাকা !
কেউ জানে না কোন বনে তে এসব ঢাকা!
----------------------------------------


৩১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।