রক্তের কালিতে লেখা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রক্তের কালিতে লেখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
এমন কর্ম করে যাও যেন ছুটি পিছু,
তোমার বিদায়ে তবু যেন থাকে কিছু।

আপন কর্মে বুঁনে যাও বীজ ক্ষণিক ভবে,
শাখে প্রশাখে যেন ফুল ফোটে সৌরভে।
এই পৃথিবীর প্রেম তরু লতা ধূলো- বালু,
বিদায় দিবে তবু যেন বেঁচে রয় স্মৃতিগুলো।

তোমার আঘাতে যদি হৃদয়ে রক্ত ঝরে,
কেমনে ক্ষমি শেষ বিদায়ে তোমারে ?
ওহে তুমি হও মৃত্যুঞ্জয়ী হৃদয় হতে হৃদয়ে
কর্মে কর্মে লিখে যাও কবিতা জগত জয়ে।

রক্তের কালিতে লেখা অস্থায়ী হয় স্থায়ী,
আপন কর্মে দোষী হয় নহে কেহ দায়ী।
-----------------------------------------


৩১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।