হীরু তুমি ভীরু নও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হীরু তুমি ভীরু নও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
হীরু তুমি ভীরু নও হাতে নেও তলোয়ার!
কল্লা ধরো শিকল পরাও আঘাত হানো দুর্বার।
ভেঙ্গে দেও সিন্ডিকেট উদ্ধার করো রাজ কোষ,
ওদের প্রাণে নেই আর মুক্তিযুদ্ধের তাপ জোশ।
চৌদিকে অত্যাচার কেন তুমি বসে আর ?
চোর ডাকাত দস্যু ওদের পোষা জানোয়ার।
হীরু তুমি ভীরু নও কলিজাটা টানো তার,
শির ধরো টান মারো ভেঙ্গে করো চূড়মার।
বঞ্চিতেরা ডাকছে শোন মুক্তি যুদ্ধের পথ ধর,
দূর্গে দূর্গে হুঙ্কার তুল দুর্ণীতিমুক্ত দেশ গড়।
হীরু তুমি ভীরু নও বজ্র কণ্ঠে ডাক দাও-
পিতার পথে চাও তরী এ মায়ের নগর গাঁও।
------------------------------------------
৩১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।