কিসের এতো নাচন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কিসের এতো নাচন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৫-২০২৪ ইং
******************************
আপন রক্ত প্রবাহে বিদ্রোহ শুরু হলে,
জীবন তরী উজান যাবে না পাল তুলে।
এই দেহখানি তলিবে অথৈ জলের কল্লোলে
তবে কিসের এতো নাচন পৃথিবীর হিল্লোলে?

এ যে ক্ষণিক ফুল পল্লব শাখে শাখে
ভেসে যায় তরঙ্গ জলের বাঁকে বাঁকে।
তবুও মানুষ পেতে চায় সত্যের টুঁটি চেপে
শুদ্ধে ফিরে আসেনা শত ভুলের অনুতাপে।

দেহ প্রাণ অস্থি মজ্জায় বিদ্রোহ শুরু হলে,
কত স্বপ্ন ঝরে যায় এই প্রেমের নিখিলে।
শুধু মানুষ বুঝে না সত্যরে গোপন রাখে,
এই পৃথিবী তার নয় যার ছবি সে আঁকে!!

শুধু প্রাণতত্ত্ব তার পিঞ্জরে ঢাকা থাকে,
সেও একদিন উড়ে যায় ওই প্রভূর ডাকে।
এই দেহখানি তলিবে অথৈ জলের কল্লোলে
তবে কিসের এতো নাচন পৃথিবীর হিল্লোলে?
------------------------------------------


৩১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।