ভন্ডরা মৃত্যু ডেকে আনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভন্ডরা মৃত্যু ডেকে আনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
সভ্যতার পৃথিবী কাঁদে অসভ্যতার বিকারে,
নগ্ন শরীরের জ্বলন্ত প্রলাপ পশুত্বের বহরে।
রঙ্গ মঞ্চে, রঙ্গ শালায় উম্মাদ নৃত্যের সংগীতে,
ভি আই পি, ভি ভি আই পি আসক্ত পর নারীতে।
অবরুদ্ধ সভ্যতার শুভ্রতা - নাইট ক্লাবে এসে.
নরপশুরা বলি হয় ওইসব নারীর পরশে।
এই কুটিল ফাঁদ ভি আই পি র মৃত্যু শিহরণ!
শুভ্র গগণে সোনালী রৌদ্রের অদ্ভদ মরণ ।
বেশ্যা কামিনীরা ওঁত পেতে আছে রঙ্গ শালায়-
ভন্ডরা মৃত্যু ডেকে আনে পশুত্ত্বের নেশায়।
সিংহভাগ ভি আই পি দুর্বার ছুটে সেখানে,
মদ্যপ উম্মাদ যৌবনা সুহাসিনীর নিমন্ত্রণে।
-------------------------------------------
০১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।