ভোরের গন্ধ পাই
- আলমগীর সরকার লিটন

ভোরের স্নিগ্ধ আর হাঁটে না
শিশির ভেজা পায়;
মেঘের দূরত্বটা নিকুঞ্জ ধূলির
সাথে মিশে গেছে-
আচমকা কাক আর ডাকে না
দক্ষিণা জানালার পাশ;
সন্ধ্যার বাতিটাও নিভু ‍নিভু
জোছনার সলক নেই-
তবু যেনো ইট পাথরের শহরে
ভোরের গন্ধ পাই।
০৩-৬-২৪


০৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৬-২০২৪ ১২:৩২ মিঃ

দারুণ ভাবনা প্রিয় কবি।

আলমগীর সরকার লিটন
০৪-০৬-২০২৪ ১২:১৮ মিঃ

অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন উত্তম দা