আলামিন বন্ধু আমার
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আলামিন বন্ধু আমার
ফাইয়াজ ইসলাম ফাহিম

আলামিন বন্ধু আমার
বাসা নলডাঙ্গা,
দেখতে নায়কের মতো
মন থাকে সতত ফুরফুরে চাঙ্গা।


আলামিন বন্ধু আমার
প্রেমিক পুরুষ বটে,
শত বালিকা তার প্রেমে মশগুল
নিত্য তার নতুন প্রেমিকা জোটে।


আলামিন বন্ধু আমার
নেতৃত্ব দানে সেরা,
সব সময় ছেলেপেলে
তার সঙ্গে করে ঘোরাফেরা।

আলামিন বন্ধু আমার
মহৎ তার মন,
বিপদে-আপদে বন্ধুদের পাশে থাকে
সে জন বিপদ ঘোচার মহাজন।


03/06/2024 9:00 pm

দোস্ত ৮ মিনেটে লিখলাম.....


০৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।