তুমি কি আমায় ভালোবাসো?
- ফয়েজ উল্লাহ রবি
হয়তো তুমি আমাকে আর বাসবে না ভালো,
যদি আর আমাকে তুমি মনের কোণে নাই বা ঢালো।
তোমার পথো চেয়ে কাটবে বেলা হয়তো একেলা।
আমার মনে সর্বক্ষণে থাকবে মিশে এই অন্তরে,
নোঙর তোমার ফেলবে ঠিকই আমার মনের বন্দরে।
ভালোবাসার প্রতিমা সেই চলবে জীবন খেলা নয়তো অবেলা।
যতোই দূরে ভুলের সুরে যেখানে বা থাকো,
যত্ন করে অবহেলায় কিংবা ভুলের খেলায় যতোই দূরে রাখো।
খোঁজে নেবো বিশ্ব জুড়ে যদিও বা মনে আমায় নাই মাখো।
সোমবার, শ্রীপুর, কুমিল্লা
২৭ ভাদ্র ১৪১১, ১৩ সেপ্টেম্বর ২০০৪
০৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।