ডিভোর্সের ঘূর্ণিঝড়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ডিভোর্সের ঘূর্ণিঝড়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
*********************
সম্মুখে ভয়ঙ্কর দৃশ্য দেখিবে এই ধরণী!
দাম্পত্য বিচ্ছেদে অর্ধেক নর অর্ধেক রমণী।
নারী যেন বুঝে না এ বিচ্ছেদে ক্ষতি কার,
অসুর মদদ দেয় নরেরও নাই প্রতিকার।
ভয়ঙ্কর অবিশ্বাসের দোলাচল নর-নারীর যুদ্ধে
অভিযোগের তীর ছুঁড়ে একে অপরের বিরুদ্ধে।
অশান্তির অগ্নিবানে এই সমাজের বুকটা,
ডিভোর্সের ঘূর্ণিঝড়ে তেড়ে আসে চাবুকটা।
হৃদয় এখানে হারায় প্রেমের সব ক্ষমতা,
কুট বুদ্ধি কিংবা পরকথায় শুন্য হয় মমতা।
ডিভোর্সের ঘূর্ণিঝড়ে কত সন্তান হয় বঞ্চিত !
চিতার অনলে স্বর্গ্ হয় ভুস্মিত -কলঙ্কিত!
পরকিয়া -লোভ-লালসা -ভুল বুঝাবুঝি হলে
ডিভোর্সের ঘূর্ণিঝড় ধেয়ে আসে সুখের কূলে।
-------------------------------------
০৫-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।