তুমি,তোমারেই অপমান কর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি,তোমারেই অপমান কর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
*********************
কেন বিক্রি হও বন্ধু, কেন এত বরষ!
কিসের মোহতে খুল গোপন খোলস?
ওহে কারে দিব দোষ, কারে দিব দোষ!
সোনায় পড়েছে মরিচা কেন কর রোষ?
কীট -পতঙ্গের ছোবলে হারিয়েছো সন্মান,
নগ্ন খোলসে বেরিয়েছো অসুরের উদ্যান।
অতুল্য তুমি মূল্যহীন হয়েছো দুষ্টের পরশে,
অবাদে খুলেছো গুপ্তধন ঘন কালো আকাশে।
যতই কাঁদো,যতই দাও আপনারে গালি,
তুমি এখন রিক্ত শুন্য কলঙ্কের কালি।
তুমি, তোমারেই অপমান কর অহর্নিশ
পঁচা গলা পণ্য হয়ে কারে কর নালিশ!
বেশ্যার হাটে বিক্রি হয়েছো তুমি নগ্নতে,
ওহে কারে দেখাও উরু বাহু উম্মাদ মত্ত্বতে ?
-----------------------------------
০৫-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।