অপেক্ষা
- নাহিদ সরদার

সবুজের ঠোঁটে ঠোঁট লেগে থাক।

হাতের তালুতে যে খরা আছে,
সেও কানপেতে আছে আগত বৃষ্টির অপেক্ষায়।

এ বছর বৃষ্টি এলে,
বারান্দায় চুয়ে পড়া জলে ভেজাব পা।

ভেজা কদম পেরিয়ে এসো।


০৬-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।