অন্তরে ফোটে যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অন্তরে ফোটে যদি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৬-০৬-২০২৪ ইং
******************************
স্পন্দিত মনের গভীরে মানুষের সুন্দর!
সৌরভের ফুল ফোটায় মানবিক প্রান্তর।

যে মহৎ সে যেন সকলেরে ভালবাসি,
আপনারে যুক্ত করে যুদ্ধের দূর্গে আসি।

দুঃখীর দুঃখে অশ্রুজল ঝরঝরে ঝরি,
প্রেমের বুকে টেনে নেয় রাত্রির পাঞ্জেরী।,

মানুষের অন্তরে ফোটে যদি মানবিক ফুল!
এতো সুন্দর আর কিছু নাই এ কূল-সেকূল!
--------------------------------------


০৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।