এই পরিচয় এই প্রণয়
- ফয়েজ উল্লাহ রবি

তোমার-আমার এই পরিচয় এই যে প্রণয়,
থাকবে বেঁচে হাজার বছর এইতো মিথ্যে নয়।
বলবো কথা প্রকাশে আর কভু গোপনে,
জেগে থাকায় বেঁচে রাখা কিংবা স্বপনে।
হাত দুটি যব ধরবে আমার শান্ত আকাশ সীমা,
চলো যাবো অনেক দূরে তুমিই সকল উপমা।
দুই দেহ এক মনটা নিয়ে সাজবে সুখের ঘর,
ঠিকানাটা খোঁজেই পাবো থাকবো না আর যাযাবর।
আলোর আকাশ হবে আঁধার যদি চলে যাও,
সব কোলাহল থাকবে তখন গোমড়া রাখো মুখ
আসলে তাই এই কি তুমি চাও?

মঙ্গলবার, কুমিল্লা
২০ ফাল্গুন ১৪০৮, ০৫ মার্চ ২০০২


০৮-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।