=সুখের সন্ধানে=
- ফয়েজ উল্লাহ রবি
ছুঁয়ে যেতে প্রতিদিন হৃদয় ভূমি, ওগো প্রিয় তুমি
রাঙিয়ে দিতে প্রতিক্ষণ স্বপ্নের এই পৃথিবী
মায়ায়-মায়ায় রাখতে ভরে একা ছিলাম যখনি।
হৃদয় গানে মুখর করে সাজাতে ভূবণ মায়াবী
স্পর্শ পেয়ে ভাঙলো মৌনতা ছিলাম যেমন হাজার বছর ঘুমে।
তুমি এসে হৃদয় কাশে জাগলে সুখের আলো,
সাজবে বলে ভুবন আমার দু’হাত ধরে; দূর করলে কালো।
চলেই যখন যাবে তুমি কাছে কেনো আসলে?
দুঃখ যখন দেবেই তুমি কেনো ই ভালোবাসলে?
আমার ঘরে কান্না ধরে দিলে ব্যথার পাহাড়,
স্বপ্ন ফেরি একা আমিই
তুমি দেখাও অন্য কারো বুকে সুখের বাহার।
আমার দেয়া সুখের কাছে তুচ্ছ সবই কেনো?
স্বপ্ন বিভোর মূর্ছনাতে হয় না সুখের প্রহর,
ডাকো না আর থাকো না আর বসো না আর পাশে,
রাখো না আর মনের ঘরে আমায় ভালোবেসে।
দিন বদলের পালায় পড়ে বদলে গেলে অকারণে
তোমার সুখের সন্ধানে আজ আমাকে দাও দুঃখের বহর।
বৃহস্পতিবার, কুমিল্লা
০৯ অগ্রাহায়ণ ১৪১১, ২৫ নভেম্বর ২০০৪
০৮-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।