কতোদিন দেখি না তোমায়
- ফয়েজ উল্লাহ রবি

কতোদিন দেখি না তোমায়, তুমিও দেখ না আমায়!
একই আকাশ তলে দু’জনারই বসবাস।
যেনো কতোকাল হয়না কথা, ইচ্ছে করে তুমিও বলো না,
একই আকাশ একই বাতাস জল-
দু’জনে ভিন্নতা তাই হয়না পূরণ কোন বাসনা।
আমরা দু’জন দু’জনারই অবিচ্ছিন্ন অংশ-
না দেখি যব তোমায় আমি; জীবন যেনো নাভিশ্বাস,
তবু তুমি হীনা কেমন করে বেঁচে আছি? এটাই বড় অবিশ্বাস ।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
৩১ বৈশাখ ১৪২০, ১৪ মে ২০১৩


০৮-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।