না বলা কথা... ৩
- অথই মিষ্টি
বুকের পাঁজরে পরতে পরতে বিষাদের ঢেউ উত্তাল
বিষাক্ত জ্বালায় জ্বলছে হিয়া জ্বলন্ত জ্বালায় মাতাল।
কষ্টের কণায় জর্জরিত জীবনের এই জীবিকা
সরলতার পথ হারা জীবন যেনো গতিহীন ঝাঁঝাল বক্ররেখা।
রক্তের অনুকণায় যে আজ জোরালো আঘাতের চিহ্ন ভাসে
দিয়ে বিন্দু বিন্দু আঘাত ভরা সিন্ধু, কোন পরানে মানবতাহীন পাশানেরা নিষ্ঠুর হাঁসি হাঁসে?
নারী বলে ওরে, মুখ ফিরে নিতে পারবো না তোরা ভাবিস
একবার যদি রাগ করে, নেই মুখ ফিরে আফসোস করে মরতে হবে তার খবর কি রাখিস!
০৮-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।