=তুমিহীন=
- ফয়েজ উল্লাহ রবি

আজ তুমি কই আমি খুঁজি সই, ভাল লাগে না তুমি বিন,
পাবো কি তোমায় এই ভাবনায় কাটে যে রাত-দিন।
আমরা দু’জন এক জীবনে থাকতে সুখে দু’জনে,
যুগ-যুগ যুগান্তরে খুঁজি তোমায় মনান্তরে।
তুমি হীন আমার দিন সূর্য হীন চাঁদের বাণী,
দূরে তুমি ওগো রাণী।
তোমাতে-আমাতে জনম জনমের বাঁধন,
কেমন করে ছিঁড়ে গেলো সব নিবন্ধন।
বুঝেছি এখন আমি দূরে এসে তুমি হীন,
কাটে না সুখে কোন দিন
প্রিয় তুমি প্রিয় আমি দুজন দুজনার অধীন।
থাকতে পাশে ভালোবেসে,
এর চেয়ে বেশী নেই কোন আশে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ অগ্রাহায়ণ ১৪২০, ২১ নভেম্বর ২০১৩


০৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।