কোরআনে যাও খুঁজি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কোরআনে যাও খুঁজি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৬-২০২৪ ইং
*********************
ওহে মানব, মুক্তি তোমার কোরআনের তরে,
যদি চিনিছো তাঁরে প্রভুর রহম আসিবে ভরে।
কেন সত্যের বাণী ছেড়ে বাতিলের সুর ধরো?
কেন এই পৃথিবীর মোহে অনন্তের পথ ছাড়ো!
যেদিন মৃত্যু আসিবে বিপুল তরঙ্গে উল্কাবান!
সেদিন আর হইবে না এই জীবনের উত্থান।
এই যে খেলা খেলছো নশ্বর বুকে কত ছলে,
তার কিছু কি নিয়ে যাবে শেষ বিদায় কালে?
কেউ স্মরণ করিবে না তোমারে আঁখিজলে,
এই ধন দৌলত ক্ষমতা সব হইবে নিস্ফলে।
তুমি এক ক্ষণিকের মুসাফির ধরা তরে আসি,
অন্তঃকরণে নতশির হও ওই প্রভূরে ভালবাসি।
মুক্তি তো তাঁরই আলোয় কোরআনে যাও খুঁজি,
নতুবা অবিনশ্বরে নরকের অনলে পুড়িবে বুঝি!
------------------------------------
১০-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।