হয়নি বলা
- ফয়েজ উল্লাহ রবি

কতোদিন হয়না কথা হয়না চোখে চোখ রাখা,
অভিমানী তুমি জানি, আমিও তো কিছুটা একরোখা।
তোমার-আমার এই ব্যবধান, হবে কি আর কভু সমান,
যোজন দূরে কিন্তু পাশে, ভাঙ্গবে কি আর অভিমান।
বদলে গেছো কেমন করে থাকনা আর হৃদয় জুড়ে,
ভুল করে ভুল দিচ্ছি মাশুল দাও ব্যথা গিয়ে দূরে।
স্মৃতিগুলো ঝড়ে মনে গুমরে মরে হৃদয় কোণে,
ব্যথার আগুন জ্বলে দ্বিগুণ আপন আত্মাভিমানে।
তোমার তরে অপেক্ষা আর কষ্ট যে দেয় হাজারও গুণ,
দিবস-রাতি বাজছে কানে ভালোবাসার সেই একই ধুন।
যেমন ছিলাম সেই যে আগে এখনও সেই ঠিক,
শুধু তুমি ভুলে গেছো তোমার মনের দিক।
ভালোবাসি কতোটা যে হয়নি তো আগে বলা,
অপেক্ষাতে রইলাম শুধু হাত ধরে হাত হবেই চলা।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ মাঘ ১৪২০, ০১ ফেব্রুয়ারি ২০১৪


১০-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।