ভালোবাসো বলেছ তুমি, আসলে ভালোবাসোনি
- ফয়েজ উল্লাহ রবি
ভালোবাসো বলেছ তুমি, আসলে ভালোবাসোনি,
জৈবিকতার প্রশ্নে পিছু পা হওনি।
বগলে শরীরে ঘামের গন্ধ নাক তো দূরে রাখো নি,
হস্ত যুগল উরোজ পাশে ঘুর পাক খাচ্ছে অবধি।
ভালোবাসো বলেছ তুমি, আসলে ভালোবাসোনি।
ঝোপের আড়ালে বাঁশ বনে কেনো নয় প্রকাশে?
ভয় হয় যদি কয়, কেউ দেখে পেলে।
নিম্ন ঘরের বামা আমি তাই কি তোমার মান বাঁচে না
আলোর আড়াল সবই সমান সাদা-কালো আর থাকেনা।
মন নিয়ে এই জুয়া খেলা চলবে কতো কাল?
পাষাণ তুমি; পাষাণপুরীর রাজকুমারী হবে না সকাল।
ভালোবাসো বলেছ তুমি, আসলে ভালোবাসোনি।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ আশ্বিন ১৪২২, ১১ অক্টোবর ২০১৫
১০-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।