আত্মহত্যায় নাহি ফিরে মুক্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আত্মহত্যায় নাহি ফিরে মুক্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৬-২০২৪ ইং
*********************
এই প্রাণের দৃশ্য আরশে আযীমে ছাপা,
এর মালিক তুমি ন্ও ওরে ক্ষণিক দীপা।
যা তোমার নয় তারে কেন কর বিকার-ক্ষতি !
তোমারে তো যেতে হবে ফিরে তাঁহার প্রতি—
আর কত জুলুম করিবে ভুলে আর নির্ভুলে,
এই প্রাণ যে স্পন্দিত মুত্যু অবধি নিখিলে।
কোন অভিমানে, কোন বিরহে হও গাধা !
কোন মুক্তি রাহে আপনার রুহুকে করো বিদা?
আত্মহত্যায় নাহি ফিরে মুক্তি- নাহি হয় সবি,
নরকের আগুন আসিবে ধেয়ে অবিনশ্বর ছবি।
যদি তাঁর ডাকে ফিরে যাও আরশে আযীম!
তুমি হইবে শুভ্র প্রাণ অনন্তের ধরাধাম।
এই প্রাণে যতই পড়ুক দুঃখ বেদনার কালি,
রবের তুষ্টে লুফে নাও আত্মহত্যাকে না বলি।
------------------------------------------
১০-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।