জল আছে এক চোখ
- আলমগীর সরকার লিটন
যে আকাশ দেখে না
যমুনার জল ছুঁয়ে
কি করে দৃষ্টিগোচর হবে, বলো ?
যে চাঁদের আলো নেই
তাকে ভেবে ভেবে
কষ্ট নেওয়া কি দরকার;
তবু খুনসুটি সময়
কোন বাঁধা মানে না আর
বুড়ির চাঁদ কখন চোখ মেলে
আকাশ দেখবে না
স্মৃতির চোখ নেই বলে;
তাতে কি জল ত আছে এক চোখ।
১১-৬-২৪
১১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
১২-০৬-২০২৪ ০৯:২৭ মিঃপাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন-------------

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।