লুটতরাজ নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

লুটতরাজ কবিতা
ফাইয়াজ ইসলাম ফাহিম

এসো এমপি মন্ত্রী হই
লুটতরাজ করি,
দেশের জনগণের যা আছে
নিজের উদরে ভরি।

এসো সচিব- আমলা হই
জনগণের টাকা মেরে
রঙ্গ লীলা করি
জনগণ করুক না হইচই।

এসো ব্যাংকার হই
দেশের টাকা মেরে
ভিনদেশে ঘর বাড়ি কিনি
জনগণের পেঠে ফুটুক খই।

এসো ব্যবসায়ী হই
জনগণ মরে মরুক তাকে কি,
আমরা ব্যবসায়ী
মানুষ তো আর নই!

11/06/2024 11:05 am


১১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০৬-২০২৪ ১৬:২০ মিঃ

লুট...