মন উড়ে গেলে
- নাহিদ সরদার
বিরক্তহীন চোখ নিয়ে চেয়ে থাকি
কমলালেবুর মতো গালে,
উপেক্ষার ওড়নায় তুমি ঢাকো আঁখি
সেই চেনা পথ গেছি ভুলে।
জোড়া শালিকের মুখে
ভয়ানক অসুখ বেঁধেছে বাসা,
যায়না বাঁচা- না ফিরে অই দিকে
আবার ফেরাও যায়না রেখে প্রত্যাশা।
সখের দিনগুলি অন্ধ গলিতে রাখা
এভাবেই দুরত্ব মাপতে থাকা।
১১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।