কেমন আছেন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কেমন আছেন
ফাইয়াজ ইসলাম ফাহিম
হে বালিকা
কেমন আছেন বলে
করো না উপহাস!
আমি তো ভালো নেই
এ মন যে আপনারি দাস।
হে বালিকা
তুমি তো সব জানো!
কেমন আছেন বলে
এই মনে কেন কষ্টের পেরক হানো?
হে বালিকা
কেমন আছেন এই কথা আমায় বলিও না আর,
তোমার মুখে কেমন আছেন কথা শুনলে
এ বুক পুড়ে হয়ে যায় ছাড়খার.....
11/06/2024 8:43 pm
১১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।