যেদিন আমরা একা হব
- নাহিদ সরদার
যেদিন আমরা একা হব
এই চরণধোয়া নদীটি একান্তই আমাদের হবে
রাজপুত বালুচরে লিখবে পোষা নাম
মুঠোভরা জল ছিটাবে ইচ্ছে দুপুর
আমি উরুঅব্দি জলে লিখে দেব জলফুল কবিতা
তোমার স্নিগ্ধ পাঁয়ের আঙুল ছুঁয়ে বেয়ে যাবে গড়াই স্রোত।
যেদিন আমরা একা হব
তোমার উন্মুক্ত পিঠে একে দেব রঙধনু রঙ
পড়ন্ত বিকেলে সেলফি হব চরভাঘিনার বুকে
হাতে রেখে হাত গাঙচিল বিকেল কাটাব এক
মুক্ত বেড়াব গা ঘেসে রিকশার হুড খুলে।
যেদিন আমরা একা হব
তোমার ছাদটেবিলে হবে বাড়ন্ত আনাগোনা
বৃষ্টির অপেক্ষায় জোসনা কাটাব রাত
পড়ে নেব নাভি ও নিতম্বের কারুকাজ
পিদিমের আলোয় পড়ে নেব বাঙালি মুখ।
যেদিন আমারা একা হব
রচিত করব প্রাগৈতিহাসিক এক চুমু
গলা ফাটিয়ে বলব, পেয়েছি পেয়েছি স্বর্গ-স্বর্গ - সুখ।
যেদিন আমরা একা হব
সেদিন......।
১৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।