তাকওয়ার গোলাপ ফোটাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তাকওয়ার গোলাপ ফোটাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৬-২০২৪ ইং
*********************
ত্যাগের মহিমায় হৃদয় খুলে দাও হে মুসলমান,
ধনী- গরীব, ধবল-কালো একই সুরে গাও গান।

তাকওয়ার গোলাপ ফোটাও এই অন্তর জমিন,
মানবতার হাত বাড়িয়ে দাও পৃথিবীর উদ্যান।
ঈদের খুশীতে ধনী গরীব করো নাকো ব্যবধান,
রবের তুষ্টে আত্মার পশুত্ত্বরে করো হে কোরবান।

হে মুসলমান, হে মুমিন- হে ঈমানদার,
ওহে চির সাম্যের ডাক দাও এই প্রান্তর।
ওই ওঠেছে, ওই উঠেছে শুভ্র আলোর চাঁদ।
ওই এসেছে, ওই এসেছে- মুমিন খুশীর ঈদ!

হদয় পানে জাগিয়ে তুলো তাকওয়ার কোরবান,
ঈদ মোবারক! ঈদ মোবারক! ওরে সকল প্রাণ।
----------------------------------------


১৫-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।