ইদ বানানের মতো ছোট ঈদ
- নাহিদ সরদার
দেবদারু পাতার পিছনে যে লকুনো ঈদ-
সেই ঈদে,
কলাগাছের গেট পেরুলে চোখে পড়ে
রঙিন কাগজে উড়ুক্কু সময়;
আর সেটা বয়ে নিয়ে চলেছে মৃচ্ছকটিক।
এখন এখানে
ফিরনির প্লেটে ঘরবন্দী চলে ভোজ।
ইদ বানানের মতো ছোট হয়ে গেছে
আমাগো পাড়ার ঈদ।
১৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৮-০৬-২০২৪ ০২:৪১ মিঃ
ঈদ সৃষ্টি করুক অন্তরে নির্ভেজাল ভালোবাসা । সৃষ্টি করুক সুখ শান্তি আর সততা।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।