নিহত আষাঢ়
- নাহিদ সরদার
এক
উক্ত বিরহে আষাঢ় একমুঠো
রুইয়ে দিতেই জল,
শুকনো নদী পেয়েছে খুঁজে
হারিয়ে যাওয়া তল।
দুই
ডাকলে সেবার
চুল ভেজাবার ছলে,
প্রেমিক আষাঢ়
নিহত হলো ভেজা চুলের তলে।
তিন
না হয় আমি আষাঢ় হব
আগ্নেয়গিরির বনে,
ইচ্ছে হলে ডেকে নিও
মন পুড়িবার ক্ষণে।
১৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।