তবুও বুঝতে চাই
- মোঃ মুসা (গাংচিল)
তোমাকে বুঝতে এত খাই হিমশিম
বুঝেও বুঝিনা বসে করি ঝিমঝিম,
ছেড়েও পারি না ধরেও পাইনা কূল,
একবার বুঝে দুইবার হয় ভুল।
যত বার খুঁজি আরে তত থাকে দূরে,
এত কাছে থাকে তবু কাছে জুড়ে।
একবার পিছে একবার ঢুকে যাই,
কতযে বেরিয়ে ঠুস করে ঢুকে ভাই।
হয় কিছুদিনে অভিমান কূলে
একটু একটু বঝেছি সমূলে।
নাহি যদি হতো ভুল,
বোঝা হতো নাকি ?
পৃথিবীর বই সবগুলো বোঝা হয়,
তোমাকে বুঝতে আরো বই খোঁজা হয়।
যা লাগে লাগুক তবুও বুঝতে চাই,
নিজেকে একটু ঠিক করে নিতে চাই।
-শাকিলা মেডাম-
২০-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।