বাবা তুমি নেই
- নাহিদ সরদার

গাছের পাতারাও নড়ে
সূর্যগ্রহণ আছে
বৃষ্টি হচ্ছে
কাদামাটি জল ঢেকে গেছে রাস্তা
প্রিয়ার ভেজা চুল থমকে গেছে
প্রতিদিন বার আসে
আজ রবিবার
রবিবারে বিষেষ কিছু করিনা
সোমবারে যথারীতি চলে
মঙ্গলবারটাও তাই
বুুধবারের গরুর হাট
বৃহস্পতিবার গায়ের হাটে সবজি বেচি
আর শুক্রবারে ঈশ্বরের কাছে যাই
যদিও আজ রবিবার
আসলে আমার কাছে কোনো বিশেষ বার বা তারিখ নেই
সব দিনই বা তারিখ সমান
শুঁধু এইটুকু বলতে পারি
বাবা তুমি নেই
আমার ঝগড়া করা হচ্ছে না।


২১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।