পাথুরে নদী ( অণু কবিতা)
- নাহিদ সরদার

এ জল শুয়ে থাকা মেঘের মতো নয় যে
একটু ছুঁয়ে দিলে ঝরে যাবে,

এ জল ফুটে পড়া পাথুরে নদী।
এ জল সারাবেলা উপসি নদী।

সূর্যাস্তের সময় প্রাণ ফিরে পায়।


২১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।