=স্বাধীনতা=
- ফয়েজ উল্লাহ রবি

আসবো ফিরে স্বাধীন করে রক্ত নদী পরে,
দাও বিদায় দাও যাচ্ছি চলে - মুক্তির মিছিল ধরে।
তোমার বুকে থাকতে সুখে মুক্ত স্বাধীন দেশ,
জীবন দিয়ে আনবো আলো, স্বাধীনতা বেশ।
অস্ত্র হাতে হানাদারে লুটছে আমার বুক,
আর কতো দিন থাকবো বসে দেখে-দেখে চুপ?
মুক্ত আকাশ স্বদেশ ভূমি লাল-সবুজের মাথায় চুমি,
দু’বেলা দু-খাবার মুখে থাকবে মাগো তুমি।
হাসবে আবার ফুটবে যে ফুল নদী পুকুর জলে,
ভরবে গোলা, ভরা গোয়াল ক্ষেতের ফসল পুষ্প ফলে-ফলে।
যাচ্ছি যে মা দেশ বাঁচাতে আনতে স্বাধীনতা,
থাকবো না আর বদ্ধ ঘরে জীবন নামের দীনতা।

মঙ্গলবার, কুমিল্লা
২৮ অগ্রহায়ণ ১৪১১, ১৪ ডিসেম্বর ২০০৪


২১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।