ভালোবাসার জন্য আমি
- ফয়েজ উল্লাহ রবি
আর কতোটা নামবো নিচে, কতোটা আর চোট?
ভালোবাসার জন্য আমি বিশ্ব ভুবন গেলাম ভুলে
অপবাদ আর ঘৃণা যতো হাজার লোকের মনের ক্ষত,
বহিষ্কার আর তিরস্কার অপমান আর অভিমানে
আর কতোটা হলে তুমি বলবে ভালোবাসি?
ভালোবাসার জন্য আমি উজাড় করে দিলাম পাড়ি
দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরছি বিশ্ব বিভীষণে-
পেলাম পাশে অবশেষে
অভিযোগের সাদা খাতা অশ্রু জলে ভিজে।
ভালোবাসার জন্য আমি দিলাম জীবন অকারণে-
থাকলো ভাগে অনুযোগে
দুঃখ জীবন কান্না সাথী সুখের ভাঁজে-ভাঁজে।
মঙ্গলবার, কুমিল্লা
২২ ভাদ্র ১৪১১, ০৭ সেপ্টেম্বর ২০০৪
২১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।