সুখের ঠিকানায়
- ফয়েজ উল্লাহ রবি
তোমার পৃথিবী তোমারই মতো আমায় কেনো নিলে না
এইতো ছিলাম দু’জনায় মিলে-মিশে সাজিয়ে ভুবন।
কাঁদলে তুমি হাসিনী আমি হাসলে তুমি কাঁদিনী আমি
সাজলে তুমি আমি বাকী থাকিনি,
আজ ব্যবধান এতো তফাৎ তুমি আমিতে মিলে না মিল।
হাসতে চেয়ে থেকে তুমি খোঁজ সুখের ভুবন।
আমি তো আর রইনা তোমার স্বজন।
খুব কাছের মানুষ যে আজ দিলে দূরে ঠেলে
নিলে না কাছে বুকে টেনে আগের মতো ভালোবেসে।
তুমি ব দলে গেছ বদলাইনি আমি আজও তোমায় ভালোবাসি তুমি ভুলে গেছ আমায় আমিতো ভুলিনি তোমায়।
আমার স্বপন ভেঙ্গে ছুঁড়ে তুমি স্বপন কুড়াও দুঃখের সাগরে ভাসিয়ে আমায় তুমি সুখের মোহনায় ভিড়াও ।
ঘৃণার পৃথিবী রাঙিয়ে আমার ভালোবাসার প্রসাদ গড়।
দুই সাগরের মাঝখানে দেয়াল তুলো তুমি
একাকী পথ চল সঙ্গী নতুন সাথী খোঁজ ।
আমি পুরানো মন ভরে না সঙ্গী হলে মান বাঁচে না।
বড় হতে তুমি আমায় ভুলে গেছ
নতুন করে সঙ্গী নিয়ে আবার বাঁচ
আর আমায় দিলে বাচাল করে
পথের যাত্রী রূপে ছেড়ে বন্ধু তুমি পৌঁছেছ কি সুখের ঠিকানায়।
শনিবার, কলাবাগান বাজার, কুমিল্লা
১২ অগ্রহায়ণ ১৪১১, ২৭ নভেম্বর ২০০৪
২৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।