গেদা নয়
- আলমগীর সরকার লিটন
ঐ বাড়ির কিছু ঝড় বৃষ্টি
মনে করে আমি গেদা হয়ে গেছি;
কিন্ত গেদার দুঃখ কষ্ট বেদনা
বুঝার চেষ্টা নেই,
মনুষ্যত্ব বিবেক বৃদ্ধি খেটে বুঝতে হবে
আমার আমি গেদা নয়;
গেদা আমাকে তৈরি করা হচ্ছে ঠোঁটে আদরে
তবু গেদা থেকে অনেকটা দুরত্ব
এখন আমি মেঘ শূন্য আকাশ বৃষ্টি বাদল কষ্টি পাথর
চোখে গলায় শুধু শ্মশান বালুচর।
২৩/৬/২৪
২৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।