তুমি আসবে বলে
- ফয়েজ উল্লাহ রবি
তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি সেই ভোর থেকে সকাল!
লাল গালিচা গোলাপ ফুলে গাঁদা টগর বেলি সাজে, নোংরা সব আড়াল।
দু’পাশ জুড়ে রাস্তা ঘুরে সাজে-সাজে রব উঠেছে
আজ ছুটি সব অফিসে আর স্কুল ছুটি কাল থেকে যে
আসবে তুমি তাই বলে এই!
আজ সকালেই ঘুম ভেঙেছে হয়নি ডাকা
আজ দেখবে সকল সড়ক ফাঁকা।
সাজছে শহর গ্রাম মফস্বল যেনো নববধূ
তুমি আসবে বলে তাই ঝরেছে শুধু-শুধুই মধু।
মৃদু বাতাস বইছে হাওয়া শীতল করে প্রাণের আবেশ
আসবে তুমি এইতো প্রবেশ -
সকল সড়ক থাকবে খোলা করবে না কেউ নিষেধ।
তুমি আসবে বলে বসে আছি অনেক গুলো বছর,
অবশেষে আসবে তুমি - দীর্ঘ অপেক্ষারই পর।
বৃহস্পতিবার, কুমিল্লা
১০ চৈত্র ১৪১১, ২৪ মার্চ ২০০৫
২৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।