তোমার যৌবন আমার
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে হাওয়া আমি ছাড়া
তোমার যৌবন হবে না শান্ত,
স্রষ্টাদ্ত্ত মৌমাছি আমি
আমার হূলের বিষে তোমার যৌবন হবে ক্লান্ত।
হে হাওয়া আমি ছাড়া
তুমি পাবে না যৌবনের সুখ,
আমার স্পর্শ ছাড়া
তোমার যৌবনের আজীবনের অসুখ।
হে হাওয়া তোমার যৌবনের মৌবন
স্রষ্টা আমায় করেছে দান,
যতই আমায় ভুলে যেতে চাও না কেন
আমার জন্য তোমার মন করবে আনচান।
হে হাওয়া মনোমালিন্য ভুলে
নাও আমায় বুকে টেনে,
স্রষ্টা তোমার কপালে রেখেছেন আমায়
স্রষ্টাদেশ নাও মেনে....
6/23/24 12:10 AM
২৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।