দেশ বাঁচাও। দেশ নিয়ে কবিতা। লুট নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দেশটা লুটেপুটে
খাওয়ার চলছে লড়াই,
যে যত লুটেপুটে খায়
সে তত দেখায় ক্ষমতার বড়াই।
দেশটা লুট করে খাচ্ছে
হচ্ছে না জনগণের হুশ,
নিজের স্বার্থ রক্ষায়
বলদ জনগণ এখনো অবুঝ।
দেশটা লুটেপুটেদের খাবার
অর্ধমৃত দেশ হয়েছে গোবরের ভাগার,
দেশটার প্রতি নেই কারো মায়া
দেশটা দেউলিয়া হচ্ছে দেখছি তার ছায়া।
দেশটা বাচাঁও হে জনগণ
রুখে দাঁড়াও
দূর্নীতিবাজদের
করো দমন.....
6/22/24 9:48 PM
২৪-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।