কাঁটাতারে মায়া ঝোলে
- নাহিদ সরদার
যাব কোথায় সুখের পরে?
পরিব্রাজক এই প্রশ্ন,
লাগাম টেনে ধরে অস্তিত্বের।
সব প্রশ্নের উত্তর মেলে কি গোপন রহস্যে?
না জানা উত্তরে হেঁটে যেতে - যেতে দেখি
কাঁটাতারে মায়া ঝোলে,
তার নিচে লকলকে জিভ।
উদ্বাস্তু জীবন নিয়ে ছোটে ফিলিস্তিনি শিশু।
২৫-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।